‎রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলার মামলার চার্জশিট দাখিল‎

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দীর্ঘ ৯ বছর পর ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি, ২০২৬) রাঙ্গুনিয়া থানা পুলিশ চট্টগ্রামের প্রথম বিচারিক হাকিম আদালতে এই চার্জশিট দাখিল করে। চার্জশিটে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযুক্ত করা হয়েছে।‎

‎এর আগে গত ১১ জানুয়ারি দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন আদালত।

‎মামলার বাদী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোহাম্মদ এনামুল হক জানান, দ্রুত বিচার আইনে দায়ের করা মামলাটিতে পুলিশ ২৬ জন আসামির সবাইকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। পরবর্তী শুনানির দিনে আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণের বিষয়ে শুনানি করবেন।”

‎তিনি বলেন,তদন্ত প্রতিবেদন গৃহীত হলে যেহেতু সব আসামি বর্তমানে পলাতক, সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করা হবে।‎

‎চার্জশিটে অভিযুক্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি শামসুজ্জোহা সিকদার আরজু, সাধারণ সম্পাদক মো. ইউনুস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তৈয়ব এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সরওয়ার, নাজিমুদ্দিন, রাসেল, মহসিন, জাহেদ, আলমগীর, নঈমুল ইসলাম, পাভেল বড়ুয়া, ইকবাল হোসেন, নাহিম, এনামুল হক, সাইফুল, মাহাবুব, আনোয়ার, নেসার উল্লাহ, বেলাল, মুজাহিদ, বাপ্পা ও হারুনসহ মোট ২৬ জন।‎

‎উল্লেখ্য, ২০০৭ সালের ১৮ জুন রাঙামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা জানাতে যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলীয় নেতাদের বহনকারী গাড়িবহর চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী পৌর সদর এলাকায় হামলার শিকার হয়।

‎হামলার ঘটনায় দীর্ঘদিন পর ২০১৭ সালের ২২ জুন বিএনপিপন্থি আইনজীবী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক আদালতে মামলাটি দায়ের করেন। ওই মামলায় ২৬ জন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীকে আসামি করা হয়।

0Shares