
রাঙামাটি শহরে মালবাহি ট্রাক ও অটোরিক্সার মধ্যখানে চাপা পড়ে খোরশেদুল আলম জনি(৩৮) নামে এক মোটর সাইকেল আরোহী যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বেলা সোয়া ১২টার সময় রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশন পেট্টোল পাম্পের সামনে এই দূর্ঘটনা ঘটে।
নিহত খোরশেদুল আলম জনি রাঙামাটি শহরের তবলছড়ির ব্যবসায়ি ও রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী জহির আহাম্মদ সওদাগরের একমাত্র পুত্র। ব্যক্তিজীবনে জনি দুই সন্তানের জনক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রবিবার দুপুর সোয়া ১২টার সময় তবলছড়ির নিজ বাসা থেকে মোটর সাইকেলযোগে নিজ সন্তানকে স্কুল থেকে আনতে যাওয়ার সময় পুরাতন বাসস্টেশন এলাকা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা মালবাহি ট্রাক ও অটোরিক্সার মধ্যখানে চাপা পড়ে গুরুত্বর আহত হয় খোরশেদ। দূর্ঘটনায় মোটর সাইকেলটি (রাঙামাটি-ল-১১-১১-৩৬) দুমড়ে মুচড়ে যায়।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতের তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
এদিকে মোটরসাইকেল দূর্ঘটনায় রাঙামাটি জেলা বিএনপির নেতা প্রবীণ ব্যক্তিত্ব আলহাজ জহির আহাম্মেদ সওদাগরের একমাত্র সন্তান খোরশেদ আলম জনির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
এক শোক বার্তায় নিহত জনির রূহের মাগফেরাত কামনা করে দীপেন দেওয়ান বলেন, একমাত্র সন্তানকে হারিয়ে অসহায় জহির আহাম্মেদ সওদাগর এর পরিবার যে নির্মম পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেটি কোনো ভাবেই সহনীয় নয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।