
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, যুবক ভাইদের বেকারত্ব নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। তাদের বলবো অন্যায় করবেন না, চাঁদাবাজি, দখলবাজি ও মাদকের সাথে জড়াবেন না। এসব করা হারাম।
তিনি বলেন, ৩৬ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে এক সাগর রক্ত দিয়ে আমরা একটি নতুন স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতার চেতনাকে রক্ষা করার জন্য আর রাজনীতি নয়, দলাদলি নয়, মারামারি হিংসা বিদ্বেষ বিভেদ নয়। ঐক্যবদ্ধ হয়ে ন্যায় ইনসাফ বৈষম্যহীন ইসলামী স্টেট কায়েম করতে হবে।
বুধবার (০৩ ডিসেম্বর) সাতকানিয়া সদর ইউনিয়নের দক্ষিণ রুপকানিয়া হাজীর পাড়া, চন্দন পাড়া, মাইজ পাড়া, মুহুরী পাড়া, সিকদার বাড়ি এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি উপরোক্ত কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ ইসহাক, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা কামাল উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়নের আমীর মাওলানা মাহমুদুল হক, নায়েবে আমীর হাফেজ মাওলানা রিদওয়ানুল করিম, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ বেলাল উদ্দিন, সাতকানিয়া সদর ইউনিয়নের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও যুব ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সোলাইমান কাদের, দক্ষিণ রুপকানিয়া ৯নং ওয়ার্ডের সভাপতি মাওলানা হোসেন সোহেল, সেক্রেটারি রিদওয়ানুল হকসহ ৯নং ওয়ার্ডের অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ গণসংযোগে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন, সরকারের ব্যর্থতা ও এলাকার উন্নয়ন সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনৈতিক পরিবর্তনের অঙ্গীকার ব্যক্ত করেন।




