
দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকাটির সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
আমার দেশ পাঠকমেলা দিনাজপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পাঠক মেলার সদস্যরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানান।
আমার দেশ দিনাজপুর জেলা প্রতিনিধি মাহবুবুল হক খানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময় টিভির স্টাফ রিপোর্টার গোলাম নবী দুলাল, দৈনিক উত্তরা’র চিফ রিপোর্টার আব্দুস সালাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলার আহ্বায়ক একরামুল হক আবির, এনসিপি শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ রেজাউল ইসলাম, দৈনিক মানবজমিনের জেলা প্রতিনিধি কামারুজ্জামান, এনটিভির স্টাফ রিপোর্টার মোঃ ফারুক হোসেন, এনটিভির সাবেক সিনিয়র করেসপন্ডেন্ট প্রমথেশ শীল, কালের কন্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি সুলতান মাহমুদ, বীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, আমার দেশ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন, কাহারোল উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, হাকিমপুর উপজেলা প্রতিনিধি মীর শহিদুল ইসলাম প্রমুখ।