
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে মাদ্রাসা শিক্ষাকে আধুনিক মানে উন্নিত করা হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের পক্ষে। যে জুলাই আন্দোলনের মাধ্যমে নতুন দেশ পেয়েছি তা আইনী ভিত্তি প্রতিষ্ঠায় গণভোটে হ্যাঁ ভোট নিশ্চিত করতে হবে। আমি গত ৪৩ বছর থেকে আপনাদের পাশে আছি এবং যতদিন বেচে থাকবো ন্যায়ের পক্ষে থাকতে চাই।
শনিবার (২৪ জানুয়ারী) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতী ইউনিয়নের দারুল ইহসান দাখিল মাদ্রাসার বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারী আজিজুর রহমান, উপজেলা কর্ম পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, চরতী ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করীম, চরতী ইউনিয়ন আমীর মুহাম্মদ হাসেম, সেক্রেটারী হারুনুর রশীদ, মাদরাসার সুপার মাওলানা আব্দুস সালাম, এডভোকেট দেলোয়ার হোসেন, মুহাম্মদ জুনাইদুল হক, হাফেজ ঈসা, মনসুর আহমেদ, সাব্বির আহমেদ সওদাগর প্রমূখ।




