বিশ্বনাথে ইউএনও’র বিরুদ্ধে ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত

সিলেটের বিশ্বনাথের উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায় এর বিভিন্ন অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে ইনকিলাব সংসদ বিশ্বনাথ ঘোষিত মানববন্ধন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে।

সোমবার (০৭ এপ্রিল) দুপুরে পূর্ব ঘোষিত মানববন্ধন কর্মসূচি উপজেলার রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিদের অনুরোধে স্থগিত করা হয়েছে বলে জানান আয়োজক কমিটির সভাপতি মোঃ মুছন আলী ও  সাধারণ সম্পাদক আমজদ আলী হোসেন।

জানা যায়, ইউএনও’র নানা অনিয়ম ও দূর্নীতির প্রতিবাদে বিশ্বনাথ উপজেলার সর্বস্তরের জনগণকে অংশ গ্রহণের আহবান জানিয়ে বাসিয়া ব্রীজে মানববন্ধন কর্মসূচির ডাক দেয় ইনকিলাব সংসদ বিশ্বনাথ। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্রচার মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে উপজেলার রাজনৈতিক, সামাজিক ও জনপ্রতিনিধিগণ তা সমাধানের উদ্যোগ নেন। তারা বিষয়টি যথাযথ সমাধানের আশ্বাস দিলে তাদের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচিটি সাময়িক স্থগিত ঘোষণা করে ইনকিলাব সংসদ।

প্রেস কনফারেন্স ইনকিলাব সংসদ বিশ্বনাথ সভাপতি মোঃ মুছন আলী বলেন, আমরা উপজেলার সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সমাধানের আশ্বাসে তাঁদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে কর্মসূচি সাময়িক স্থগিত ঘোষণা করেছি। আমরা আশা করি তাদের মাধ্যমে সুন্দর ও সুষ্ঠু একটি সমাধান পাব। দূর্নীতি প্রতিরোধ, বৈষম্য ও অনিয়ম বন্ধ না হলে কিংবা এর দ্রুত সমাধান না হলে পরবর্তীতে বিশ্বনাথের সকল শ্রেণি-পেশার মানুষদের সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাব।

এসময় তিনি মানববন্ধন কর্মসূচি পালনে যারা দেশ-বিদেশ থেকে সোচ্চার হয়ে সমর্থন যোগিয়েছেন সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

0Shares