
বিএনপি’র নাম বিক্রি করে সন্ত্রাস, চাঁদাবাজি ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ছাত্রদল সভাপতি মামুনুর রশীদ মামুন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) বিকালে নোয়াখালী চাটখিল উপজেলার ০৮ নং নোয়াখলা ইউনিয়ন বিএনপি ও অংগ সংগঠনের উদ্যোগে শ্রীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে উন্মুক্ত আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নোয়াখলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দিলদার আহম্মদ দিদারের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা দিদার খলিফা ও এ.এইচ সৌরভের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা তেজগাঁও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বেল্লাল হোসেন।
প্রধান বক্তা ছিলেন চাটখিল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আর শাকিল।
বক্তব্য রাখেন, চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নুরনবী, সদস্য বেলায়েত হোসেন বেলাল, সাবেক ছাত্রদল আহবায়ক বেলায়েত হোসেন শামীম, সাবেক ছাত্রদল সভাপতি ওমর ফারুক, চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ফরিদ আল রশিদ, শাহপরান ছাত্রদল নেতা আরিফ, রাকিব, আজাদ ও অশ্রুসহ আরো অনেকই।
এ সময় উপজেলা ও পৌরসভা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় রাষ্ট্রে পরিণত হবে।