
বান্দরবানের বালাঘাটায় ডেকারেশনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে আহত আব্দুর রহমান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আব্দুর রহমান চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের শঙ্খরকুল এলাকার মফজল হোসেনের ছেলে।
রবিবার (২০ জুলাই) দিবাগত রাত ২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, গত ৪ জুলাই বান্দরবানের বালাঘাটায় ডেকারেশনের কাজ করছিল আব্দু রহমান। একটি ভবনের ছাদে কাজ করার সময় প্রায় ১০ ফুট দূর থাকা অবস্থায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দিবাগত রাত ৩টায় তার মৃত্যু হয়।
0Shares