বান্দরবানে প্রার্থী পরিবর্তনের দাবিতে বিএনপি’র বিক্ষোভ মিছিল

বান্দরবান (সংসদীয় আসন-৩০০) আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীকে পরিবর্তন করে জেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন দেওয়ার দাবিতে জেলা শহরে পদযাত্রা, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির জাবেদ রেজা পক্ষের নেতা-কর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) সকালে বিএনপি’র নেতা-কর্মীদের পদযাত্রা ও বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এসে শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, বিগত দিনগুলোতে জাবেদ রেজা বান্দরবান বিএনপিকে সংগঠিত রাখতে কঠোর পরিশ্রম করেছেন। বিপদ-আপদে নেতা-কর্মীদের পাশে ছিলেন। ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামে নেতাকর্মীদের সাথে নিয়ে রাজপথে ছিলেন। কিন্তু, দল ত্যাগী জাবেদ রেজাকে প্রার্থীী না দিয়ে সাচিং প্রু জেরীকে মনোনীত করেছে। এতে নেতা-কর্মীরা চরম হতাশ ও ক্ষুদ্ধ হয়েছে। অবিলম্বে বান্দরবান সংসদীয় আসনে প্রার্থী পরিবর্তন করে জাবেদ রেজাকে প্রার্থী করার দাবি জানান বক্তাগণ।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবেক পৌর কাউন্সিল মো. আইয়ুব, মহিলা দলের নেত্রী সাই সাই নু মারমা, মহিলা দলের নেত্রী পোম্পী সেন সহ অনেকে।

প্রসঙ্গত, সম্প্রতি বোমাং রাজপুত্র সাচিং প্রু জেরীকে বান্দরবান সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। এরপর থেকে সদস্য সচিব ও সাবেক মেয়র জাবেদ রেজা পক্ষের নেতা-কর্মীরা ক্ষোভ জানিয়ে আসছে। মনোনয়নকে কেন্দ্র করে দীর্ঘ পুরোনো দ্বন্ধ নতুন ভাবে প্রকাশ্যে এল। দীর্ঘদিন থেকে বান্দরবানে বিএনপি’র রাজনীতি জেরী ও মাম্যাচিং-জাবেদ গ্রুপে বিভক্ত।

0Shares