বান্দরবানে জলপ্রপাতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবান পার্বত‌্য জেলার থানচিতে পর্যটন কেন্দ্র নাফাখুম জলপ্রপাতে গোসল করতে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছে। তবে নিখোঁজ ব্যক্তি নাম পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ৪টায় রেমাক্রী ইউনিয়নের নাফাখুম এলাকায় এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে আসা “ট্যুর বাজেট” নামে ১১ জনের গ্রুপ বাইকে যোগে তিন্দুতে বেড়াতে আসেন। সেখানে গাইড নেয়া নিয়ম থাকলেও সেটি না নিয়ে রেমাক্রী হয়ে নাফাকুম চলে যায় গ্রুপটি। পরে সেখানে নাফাকুমে গোসলে নামলে এক পর্যটক নিখোঁজ হয়ে যায়। তার সাথে থাকা অনান্য বন্ধুরা খোঁজ না পেয়ে বিজিবি সদস্যদের জানান। পরে খবর পেয়ে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা জানান, শুক্রবার পর্যটন কেন্দ্র নাফাখুমে গোসল করতে নেমে এক পর্যটকের নিখোঁজ খবর শুনেছি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, নাফাখুম জলপ্রপাত বান্দরবান জেলায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত। এটিকে আমিয়াখুম জলপ্রপাতের পরই বাংলাদেশের দ্বিতীয় বড় জলপ্রপাত হিসেবে ধরা হয়। অনিন্দ্য সুন্দর এই জলপ্রপাতটি রেমাক্রি থেকে মাত্র আড়াই ঘণ্টা হাঁটার পথ দূরত্বে অবস্থিত।

0Shares