পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

‘মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে সিভিল সার্জন অফিস সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে সিভিল সার্জন কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে সপ্তাহের উদ্বোধন করে সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। পরে একটি শোভাযাত্রা জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) ফরহাদ হোসেন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. মো. মনোয়ারুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সমেশ চন্দ্র মজুমদার, জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা. সাহিদুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. জিয়া উদ্দীন, নিউট্রিশন ইন্টারন্যাশনালের এস এম রাকিবুল ইসলাম, দেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জহিরুল ইসলাম প্রমূখ।

সপ্তাহব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে জেলা সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্টফিডিং কর্নারসমুহ সচল করাসহ মাতৃদুগ্ধ বিষয়ক স্বাস্থ্য শিক্ষা প্রদান এবং এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং বিষয়ে জনসচেতনতা তৈরি করা।

0Shares