
“কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নাটোরে বিশ্ব ডায়াবেটিস দিবসের পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে নাটোর সদর হাসপাতাল পার্শ্বে ডায়াবেটিস সমিতি অফিস থেকে এক বনার্ঢ্য আয়োজনে শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ঢাকা বাসস্ট্যান্ড কানাইখালি প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
পরে সেখানে রক্তদান বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার মোঃ তাহমিদুল ইসলাম, ডায়াবেটিস সমিতি সাধারণ সম্পাদক এডভোকেট আবু শাহ মোঃ মোখলেছুর রহমান, পুলিশ সুপারের কার্যালয় পুলিশ পরিদর্শক মোঃ সাইদুর রহমান, ডায়াবেটিস সমিতি সদস্য ও সিনিয়র সাংবাদিক জুলফিকার হায়দার জোসেফ সহ ডায়াবেটিস সমিতি সদস্য ও এলাকা গনমান্য ব্যাক্তিবর্গ।
এ সময় নাটোর মাদ্রাসা মোড়, পুরাতন কানাইখালী ঢাকা বাস স্ট্যান্ড, সদর হাসপাতাল তিনটি বুতে সাধারণ মানুষের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।




