দেশ পরিচালনার যোগ্যতা অর্জনে কাজ করতে হবে: নজরুল ইসলাম

মানবতার সেবা ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জামায়াত কর্মীদের কাজ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

শনিবার (০৮ ফেব্রুয়ারী) সকালে চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানা জামায়াতের ইউনিট দায়িত্বশীলদের এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নগরীর আগ্রাবাদ এলাকায় থানা আমীর মো. ফারুক আযমের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মো. সালাহ উদ্দিন, উত্তর আগ্রাবাদ ওয়ার্ড আমীর ইমরানুল হক, সেক্রেটারি মাকসুদুর রহমান, উত্তর পাঠানটুলী ওয়ার্ড আমীর আব্দুর রহিম মোল্লা, দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের আমীর মুজিবুর রহমান, সেক্রেটারি হায়দার আলীসহ থানা ও ওয়ার্ড সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম ইউনিট দায়িত্বশীলদের সঠিকভাবে ইউনিট পরিচালনার ক্ষেত্রে রিপোর্ট ও পরিকল্পনার উপর বিভিন্ন দিকনির্দেশনা দেন।

0Shares