দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সকল নির্যাতনের জবাব দিন: শাহজাহান চৌধুরী

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক সংসদীয় দলের নেতা আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, “আমি বড় মজলুম, বড় নির্যাতিত। আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনার সরকার আমাকে ১৮ বছরের মধ্যে ৯ বছর কারাগারে আটকে রেখেছিল। কারাবন্দি অবস্থায় আমার মায়ের মৃত্যু হলেও শেষ দেখা দেখা তো দূরের কথা, দাফনে অংশ নিতেও দেওয়া হয়নি।

শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল চৌধুরীপাড়া, ডিলারপাড়া, হাতিয়ারকুল, বোর্ড অফিস, লাল মিয়া জমাদারপাড়া, দয়ারপাড়া, সিদ্দিকিয়া মাদ্রাসা, সওদাগরপাড়া, মধ্যম হাতিয়ারকুল ও গারাঙ্গিয়া সোনাকানিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তাঁর ভাগিনা মাইনুদ্দিন হাসান মুন্নাকে পুলিশ সদস্যরা গভীর রাতে তিনতলা ভবনের ছাদে নিয়ে  পিটিয়ে নিচে ফেলে হত্যা করে। সাতকানিয়া–লোহাগাড়ায় শত শত মামলা দিয়ে অসংখ্য জামায়াত-শিবির নেতাকর্মীকে ঘরছাড়া করা হয়। হাজারো নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করে বছরের পর বছর কারাগারে আটকে রাখা হয়। জামিন পেলেও মুক্তি দেওয়া হয়নি। বের হওয়ার আগেই নতুন মামলায় আবার গ্রেফতার করেছে।

শাহজাহান চৌধুরী বলেন, বহু নেতাকর্মীকে পুলিশ ঠান্ডা মাথায় গুলি করে পঙ্গু করেছে, ঘরে ঘরে তল্লাশির নামে লুটপাট করেছে।

তিনি বলেন, বর্তমান ক্ষমতাসীন প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের ইন্টারিম গভর্নমেন্ট আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছে। সেই নির্বাচনে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জনগণের সামনে হাজির হয়েছে। সব অত্যাচার-নির্যাতনের প্রতিশোধ নিতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন। নির্বাচিত হলে উন্নয়ন, ন্যায়–বিচার ও সুশাসনের মাধ্যমে সাতকানিয়া–লোহাগাড়াকে সমৃদ্ধ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- সাতকানিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোছাঈন, সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, সোনাকানিয়া ইউনিয়ন আমীর শাহাদাত হোসেন চৌধুরী, সেক্রেটারি ডা. মনিরুল ইসলাম, সোনাকানিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহিউদ্দিন, সহকারী সেক্রেটারি ডা. মোহাম্মদ নুরুন্নবী, বাইতুল মাল সম্পাদক জাফর আলম, অফিস ও প্রচার সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদীন, ১নং ওয়ার্ড সভাপতি মাওলানা মহিবুল্লাহ, ১নং ওয়ার্ড সভাপতি ডা. মো. আইয়ুব, ৬নং ওয়ার্ড সভাপতি হাফেজ শামসুল আলম, ৭নং ওয়ার্ড সভাপতি শহীদুল ইসলাম, ৮নং ওয়ার্ড সভাপতি মাওলানা আবু সুফিয়ান ও সোনাকানিয়া গারাঙ্গিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবু সুফিয়ান।

0Shares