জিএম কাদের ও তার স্ত্রীর ব্যাংক হিসাব জব্দ

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী জিএম কাদের এবং তার স্ত্রী শরীফা কাদেরের ব্যাংক হিসাব জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

রবিবার (২৩ মার্চ) এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকে সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশ পাঠায়।

এ ছাড়া আগামী ১৫ দিনের মধ্যে জিএম কাদের, তার স্ত্রী, মেয়ে ইশরাত জাহান কাদের ও জামাতা অভিনেতা মাহফুজ আহমেদের ব্যাংক হিসাব সম্পর্কিত সব তথ্য চেয়েছে। ২০১৭ সালের ১ জুলাই থেকে হালনাগাদ ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য দিতে হবে।

সিআইসির কর্মকর্তারা জানান, ওই চারজনের আয়কর নথি খতিয়ে দেখতে তদন্তের উদ্যোগ নিয়েছেন কর গোয়েন্দারা।

গত বছরের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় বিরোধীদলীয় নেতা ছিলেন জিএম কাদের এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকারে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০ মার্চ দুর্নীতি দমন কমিশন (দুদক) দলীয় পদ ও প্রার্থিতার জন্য ঘুস গ্রহণের মাধ্যমে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে তদন্ত শুরু করে।

0Shares