
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে ঢাকায় আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মহাসচিবকে স্বাগত জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
পরদিন শুক্রবার (১৪ মার্চ) সকালে মহাসচিবের অবস্থানরত হোটেলে তার সঙ্গে প্রথমে পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকারপ্রাপ্ত বিষয়াবলি-সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে তার দপ্তরে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব।
বিকেলে, গুতেরেস কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজমের কাছ থেকে অভ্যর্থনা গ্রহণ করবেন। তিনি রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন এবং কিছু সুবিধা যেমন ওয়াচ টাওয়ার, লার্নিং সেন্টার এবং পাট উৎপাদন স্থাপনা পরিদর্শন করবেন।
শনিবার, গুতেরেস জাতিসংঘের ভবন পরিদর্শন করবেন এবং সেখানে বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী দেখবেন। তিনি বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে একটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন এবং তরুণদের সঙ্গে সংলাপে বসবেন।
রবিবার, সফরের শেষ দিন গুতেরেস ঢাকা ত্যাগ করবেন এবং তাকে বিমানবন্দরে বিদায় জানাবেন ড. খলিলুর রহমান।