
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এতে পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী মাসুদ রানা’কে আহ্বায়ক এবং ইংরেজি বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সিফাত হাসান’কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১১ টায় সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এটি প্রকাশ করা হয়।
কমিটির উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন- ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নূর নবী। মুখ্য সংগঠক হিসেবে আছেন মোহাম্মদ মাহিন। মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন নওশিন নওয়ার জয়া।
এছাড়াও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছে- আলী আহমেদ আরাফ, মোঃ ফেরদাউস শেখ, মোঃ শাহীন মিয়া। যুগ্ম আহ্বায়ক সুমন আলী, মোঃ সোলেমান হোসেন, সাকিবুল হাসান, আমিনুল ইসলাম, আকরামুল হক, আলী আহমেদ আরাফ, শাহপরান আহমেদ শ্রাবণ, আম্মার বিন আসাদ, মোঃ স্বপন মিয়া, তাহমিদুর রহমান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুশফিকুর রহমান। যুগ্ম সদস্য সচিব আশরাফ আরেফিন, কামরুল হাসান রিয়াজ, সাখাওয়াত হোসেন, মাসুদ রানা মাসুম, ইব্রাহিম খলিল, মাশরুর মাহমেদ শাকের।
সিনিয়র যুগ্ম সংগঠক জুনায়েদ মাসুদ এবং সহ মুখপাত্র সিয়াম হোসেইন।
এছাড়াও সংগঠক হিসেবে ৬ জন ও সদস্য ১৯ জন রয়েছে।