ছাত্রশিবির কেরানীহাট আদর্শ থানা শাখার দাঈ কর্মশালা সম্পন্ন

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম জেলা দক্ষিণের সভাপতি আসিফুল্লাহ মোহাম্মদ আরমান বলেছেন, দেশের প্রতিটি জনপদ জুড়ে ইসলামী ছাত্রশিবির কাজ করে যাচ্ছে। শিবির একজন তরুণকে একইসাথে একজন ভাল ছাত্র ও একজন ভাল মুসলমান হিসেবে গড়ে তুলতে চেষ্টা করছে। ব্যক্তিগত রিপোর্টে পাঠ্য বই পড়ার ও ক্লাসে উপস্থিতির হিসেব রাখার ব্যবস্থা করে শিবির তার কর্মীদের ভাল ছাত্র হতে আগ্রহী করে তোলে।

তিনি বলেন, ইসলাম যেমন সকল মানুষের কল্যাণের জন্য তেমনি ইসলামী ছাত্রশিবিরও মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবার কাছে ইসলামকে সুন্দরভাবে তুলে ধরার কর্মসূচী নিয়ে এগিয়ে যাচ্ছে। তাই এই সুন্দর কর্মসূচী ও চরিত্রবান কর্মীদের প্রতি দিন দিন জনসমর্থন বাড়ছে। আসুন, আপনিও শিবিরের পতাকাতলে সমবেত হয়ে নিজেকে গড়ে তুলুন সুন্দর ও যোগ্যতম ব্যক্তি হিসেবে। শরিক হোন ইহকাল ও পরকালের মুক্তিকামী মানুষের এই কাফেলায়।

দাঈদের উদ্দেশ‌্যে তিনি বলেন, পরকালীন জবাবদিহিতার অনুভূতি নিয়ে প্রতিটি ছাত্রের কাছে সত‌্যের বাণী পৌঁছাতে হবে। যৌক্তিক, সুন্দর ও বাস্তবিক উপস্থাপনার মাধ‌্যমে দ্বীনের আলো ছড়িয়ে দিতে হবে প্রতিজনে।

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম দক্ষিণের কেরানীহাট আদর্শ থানা শাখা আয়োজিত সাধারণ দাওয়াতী পক্ষ উপলক্ষ্যে দাঈ কর্মশালায় প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এ কথা বলেন।

কেরানীহাট আদর্শ থানা শাখার সভাপতি হাবিবুল্লাহ ফয়সালের সভাপতিত্বে এবং সেক্রেটারি ওলীউল্লাহ রাহাতের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা দক্ষিণের দাওয়াহ সম্পাদক বেলাল উদ্দিন ফারুকী।

অনুষ্ঠানে দারস পেশ করেন পুইছড়ী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক আমিরুল ইসলাম।

0Shares