চাটখিলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর চাটখিলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি চালানো হবে।

সোমবার (১৮ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পোনা মাছ অবমুক্ত করা হয়। এ উপলক্ষ্যে চাটখিল উপজেলা সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিসার মাহফুজুল হাসনাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান।

সভায় বক্তব্য রাখেন, চাটখিল থানার ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী, উপজেলা প্রানী সম্পদ অফিসার শাহাদাত হোসেন, সাবেক পৌরসভা বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আনিসুল হক, সাবেক চাটখিল উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মহিন উদ্দিন তরফ্দার, বৈষম্যবিরোধী ছাত্র সমাজের অন্যতম সদস্য রফিকুল ইসলাম রনি, মৎস্য চাষী মনিরুজ্জামান সোহাগসহ আরো অনেকই।

অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার আক্তার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আলী হোসেন, উপজেলা আইসিটি অফিসার মিজানুর রহমান সবুজসহ অত্র দপ্তরের কর্মচারী ও অন্যান্য সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভা শেষে মাছ উৎপাদনে তরুণ উদ্যোক্তা হিসেবে মহিন উদ্দিন তরফদার ও বিশেষ অবদানের জন্য রোহান মৎস্য খামারের প্রতিষ্ঠাতা মো: জসিম উদ্দিনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

0Shares