চাটখিলে গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

নোয়াখালীর চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি গাঁজা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি সিএনজি ও মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়।

রবিবার (০৯ ফেব্রুয়ারি) রাতে পৌর শহরের উপজেলা পরিষদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হচ্ছেন, পৌরসভার সুন্দরপুর মৌলভী বাড়ির শফি উল্যার ছেলে বাবুল হোসেন (৫০) ও সোনাইমুড়ী উপজেলার নদনার মোখলেছুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৯)।

চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কোর্ট-হাজতে প্রেরণ করা হয়।

0Shares