
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষ্যে নোয়াখালীর চাটখিল পাঁচগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যায় পাঁচগাঁও কাছারি বাজার মাঠে সাবেক ছাত্রনেতা সৈয়দ সাইফুল আলম শিমুলের সভাপতিত্বে ও জেলা জাসাস নেতা বেল্লাল শাহ এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী-০১ আসনের সাবেক এমপি ও নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এডভোকেট সালাউদ্দিন কামরান।
বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা মিজানুর রহমান টুলু, সামছুজ্জোহা, নুরনবী চৌধুরী সুমন।
উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব হাজী মাসুদ, বিএনপি নেতা কামরুল আলম, শ্রমিকদল নেতা কামরুল হোসেন, দেলোয়ার হোসেন খোকন প্রমুখ।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।