
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকলে মৌলানা মনিরুজ্জামান ইসলামাবাদী প্রতিষ্ঠিত শত বছরের পুরানো ঐতিহ্যবাহী বিশ্ব পুকুরের বলি খেলা বিপুল দর্শক উপস্থিতিতে শেষ হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) বিকালে বরকল উচ্চ বিদ্যালয় মাঠে পশ্চিম বাইনজুরী এলাকাবাসীর উদ্যোগে অনুষ্ঠিত বলি এ বছরও দেশের বিভিন্ন এলাকা থেকে নামি-দামি বলিরা খেলায় অংশ নেয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন আমিনুল হক রাশেদ, লায়ন ফরিদুল আলম, মো. সরোয়ার উদ্দীন, ফেরদৌসুল আলম, জিয়াউর রহমান, রায়হান সিরাজী, নাছির উদ্দীন, গিয়াস উদ্দীন, জয়নাল আবেদীন, বোরহান উদ্দীন, মো. বোরহান, নুরুল আমিন, আবুল কালাম বারেক, আবদুল আজিজ, মহিউদ্দীন, মো. ইলিয়াছ, মো. তানভীর, মো. সৌরভ, হাসমত আলী, আবু তাহের, মো. ইউসুফ, মাহাবুব আলম, মো. রহিম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাস্টার আবদুল মান্নান, মো. আমিন, মো. রায়হান।
খেলায় উখিয়ার করিমুল্লাহ চ্যাম্পিয়ন, উখিয়ার রফিকুল ইসলাম মানিক রার্নার-আপ, ভান্টু ৩য় স্থান অধিকার করে। খেলা শেষে চ্যাম্পিয়ন পুরস্কার এলইডি টিভিসহ অন্যান্য পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করা হয়।