চট্টগ্রাম-১৪ নির্বাচনী এলাকায় এড. মোহাম্মদ নাজিমের গণসংযোগ

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী বলেছেন- পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দোসরা মিলে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও পাচারের মাধ‌্যমে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। খুন-গুম ছিল নিত‌্যদিনের ঘটনা। বিরোধী দলের নেতা-কর্মী তো বটে সাধারণ মানুয়েরও জানমালের কোন নিরাপত্তা ছিলনা।

তিনি বলেন- আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী শক্তিকে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করতে হবে। তাহলে দেশে শান্তি ফিরে আসবে। সব মানুষের নাগরিক নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) সংসদীয় আসনের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের নতুন হাট এলাকায় বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন চৌধুরী মিন্টু, চন্দনাইশ পৌরসভা যুবদলের সাবেক সদস্য সচিব জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা জসিম উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক আল মোহাম্মদ হিরু, সাবেক ছাত্রদল নেতা এডভোকেট জসিম উদ্দিন হিমেল, দোহাজারী পৌরসভা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাহাফুজ, শাহনেওয়াজ, মোহাম্মদ আয়ুব, রাশেদ, নুরুল ইসলাম নুরু।

0Shares