চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংবাদিক সমিতির আলোচনা সভা ও ইফতার মাহফিল

চট্টগ্রাম দক্ষিণ জেলা সাংবাদিক সমিতির উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) বিকেলে পটিয়া উপজেলার একটি রেস্টুরেন্টে সাংবাদিক ইসমাইল হোসেন সম্রাট এর সঞ্চালনায় ইটেন প্রামাইন টিভি চট্টগ্রাম বিভাগীয় প্রধান  রিদোয়ান হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী।

বক্তব্য রাখেন- আ.ন.ম সেলিম উদ্দিন, এম এ হামিদ, এসএম রাশেদ, মোরশেদ আলম, ফরিদ উদ্দিন, রনি কান্তি দেব, হেলাল উদ্দিন নীরব, মোহাম্মদ ওয়াসিম, ওসমান গনি, মোহাম্মদ নজরুল ইসলাম সহ অন্যরা।

বক্তারা বলেন, রোযা, তারাবীহ পালনের পাশাপাশি এই মাসে অধিকহারে অন্যান্য ইবাদত-বন্দেগী করার চেষ্টা-সাধনা করে যেতে হবে। পাশাপাশি নফল নামায আদায়, কুরআন তিলাওয়াত, যিকির-আযকার, দান-সদকাসহ ব্যাপক হারে ইবাদত-বন্দেগী পালন এবং সকল প্রকার অন্যায়, অপরাধ ও গুনাহ থেকে দূরে থাকার দাওয়াত সাধারণ মুসলমানদের মধ্যে ছড়িয়ে দিতে উদ্বুদ্ধ করতে হবে। গীবত তথা পরনিন্দা থেকে দূরে থাকতে হবে। জনকল্যাণ ও সমাজসেবামূলক কাজে সম্পৃক্ততা বাড়াতে হবে।

0Shares