চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিবের বক্তব্যের প্রতিবাদ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামে আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামী।

শনিবার (০৫ এপ্রিল) আনোয়ারা উপজেলা জামায়াতের আমীর মাষ্টার আব্দুল গণি ও সেক্রেটারি  আবুল হাসান খোকা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন। তার বক্তব্যে ষড়যন্ত্রের গন্ধ রয়েছে।

তারা বলেন, দীর্ঘদিন ফ্যাসিস্ট হাসিনার অত্যাচার আর নির্যাতনে অতিষ্ঠ ছিল বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। সেই বিএনপি’র কোন নেতা জামায়াতে ইসলামীর সমালোচনা করতে গিয়ে ফ্যাসিস্ট  হাসিনার দল আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন তা আমরা আশা করিনি। ‘২৪ এর জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র-জনতার প্রাণের বিনিময়ে অর্জিত সফলতা কারো হীনস্বার্থ চরিতার্থ করার জন্য ম্লান করার সুযোগ আমরা কাউকে দিবোনা। ভবিষ্যতে দেশের শান্তি শৃঙ্খলা অবনতি ঘটতে পারে, মানুষের মাঝে হিংসা বিদ্বেষ তৈরি হতে পারে এমন বক্তব্য থেকে সকলকে বিরত থাকার জন্য আমরা আহ্বান জানাচ্ছি।

নেতৃবৃন্দ বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক মতভেদ থাকবে। কিন্তু তার সমালোচনা হবে রাজনৈতিক ভাষায়। তার বিপরীতে রাজনৈতিক মোড়লী আচরণ এদেশের মানুষ আর মেনে নেবেনা।

0Shares