চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে শিবির নাসিরের সংবাদ সম্মেলন

বন্দর নগরী চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী প্রকাশ শিবির নাসির।

বুধবার (২৯ জানুয়ারী) সন্ধ্যা ৭ টায় নগরীর চকবাজার থানাধীন আইমান টাওয়ারের এন.সি ট্রেডিংয়ের একটি কক্ষে এ সংবাদ সম্মেলন করেন নাসির।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ নাসির উদ্দিন সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজদের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় নাসির উদ্দিন বলেন, আমি দীর্ঘ ২৬ বছর বন্দিদশা থেকে মুক্তি লাভ করি। আপনারা জানেন, ফটিকছড়ি এক সময় সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়। তখন আমি ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে এক প্রতিবাদী শক্তি হিসেবে আবির্ভূত হয়ে ফটিকছড়িকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করি। যার কারণে সমগ্র ফটিকছড়ির জনগণ আমাকে ভালবাসে। দীর্ঘ সময় জেলে থাকা অবস্থায় আমার দুই ভাই এবং বাবাকে হারিয়েছি।

তিনি আরো বলেন, মুক্তি লাভের পর আমি ব্যবসা-বাণিজ্য নিয়ে নিজেকে ব্যস্ত আছি। কিন্তু কতিপয় দুষ্টচক্র আমার নাম ব্যবহার করে গার্মেন্টস, বালু মহাল এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে বলে খবর পেয়েছি। ইতিমধ্যে পুলিশ কমিশনার এবং বিভিন্ন থানায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেছি।

তিনি জানান, প্রশাসনকে এ ব্যাপারে অবহিত করার জন্য এ সংবাদ সম্মেলন। কোন রকম সন্ত্রাস এবং চাঁদাবাজীর সাথে আমি কোনদিন জড়িত ছিলাম না, এখনো নাই এবং ভবিষ্যতেও থাকব না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহেদ আলী চৌধুরী, দিদারুল আলম, আব্বাছ উদ্দিন আনছারী সহ অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

0Shares