
তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ের তানযীমুল উম্মাহ গার্লস হিফয মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারী) সকালে নগরীর Fortune Sports Arena মাঠে ফজলুল কাদের জাবেদ এর সভাপতিত্বে সহকারী শাখা প্রধান শাহজালালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠান প্রধান মুহাম্মদ তরিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন, শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো ক্রীড়া। শুধু শারীরিকভাবে সুস্থ থাকার জন্যই নয়, বরং মানসিক বিকাশ ও নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্যও ক্রীড়াচর্চা অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখে প্রতিবছরে শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা দরকার।
তিনি বলেন, প্রতিযোগিতার মাধ্যমে শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধি করে, সহযোগিতা, নিয়মানুবর্তিতা ও নেতৃত্বের গুণাবলী অর্জনে সহায়তা করে, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যবোধ শক্তিশালী করে, প্রতিভাবান খেলোয়াড়দের উন্মোচন করে।
এসময় শিক্ষার্থীরা দৌড় প্রতিযোগিতা, মার্বেল দৌড়, বিস্কুট দৌড়, স্মৃতিশক্তি যাচাই সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, চান্দগাঁও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রইসুর রহমান তিতু ৷
এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মোর্শেদুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম জুনের অ্যাসিস্ট্যান্ট কোর্ডিনেটর মুহাম্মদ ইমরানুল হক, তানযীমুল উম্মাহ হালিশহর গার্লস হিফয মাদসার শাখা প্রধান এইচ এম শহিদুল্লাহ সহ শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।