
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বেসরকারি কারা পরিদর্শক জুবাইরুল আলম মানিকের বিরুদ্ধে হুমকি, যৌন হয়রানি, অনলাইন বুলিং ও চাঁদাবাজির অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার মুখপাত্র মাহবুবা ইলা খাদিজা। এছাড়াও ইলা বর্তমানে আপ বাংলাদেশ পার্টির দক্ষিণ জেলা সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার বরাবর এ বিষয়ে লিখিত অভিযোগ জমা দেন।
মাহবুবা ইলা খাদিজা অভিযোগে বলেছেন, সামাজিক ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকার কারণে মানিকের বহাল অনিয়ম নিয়ে প্রশ্ন তোলায় তিনি বিভিন্ন সময় হুমকি ও অপমানের শিকার হয়েছেন। হোয়াটসঅ্যাপে অশালীন বার্তা পাঠানো থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্য, সবই হয়েছে পরিকল্পিতভাবে।
তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, কর্ণফুলী উপজেলার নতুন অনুষ্ঠানস্থলে শহিদ ওয়াসিম আকরামের ছবি বাদ দিয়ে মানিক নিজের ছবি ব্যবহারের ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। বিদেশি নম্বর থেকেও তাকে হত্যার হুমকি পাঠানো হয়েছে। অতিরিক্ত মানসিক চাপে চলতি বছরের ১৪ মে তিনি স্ট্রোকে আক্রান্ত হন বলেও দাবি করেন ইলা।
অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারির এক মশাল মিছিলকে কেন্দ্র করে মানিকের অনুসারীদের সঙ্গে তার সংগঠনের উত্তেজনা তৈরি হয়। এরপর কয়েকটি স্থানীয় পক্ষ তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে। হাসপাতাল থেকে ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিরুদ্ধে কটূক্তি চলতে থাকে।
অভিযোগে জুবাইরুল আলম মানিকসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন মাহবুবা ইলা খাদিজা।
অন্যদিকে মানিক অভিযোগ অস্বীকার করে তাকে রাজনৈতিক উদ্দেশ্যে টার্গেট করা হচ্ছে জানিয়ে বলেন, মেয়েটিকে আগে থেকেই চিনি। কিন্তু এক বছরে কোনো যোগাযোগ হয়নি। সে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।
এ বিষয়ে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সদর) শ্রীমা চাকমা জানান, নগর পুলিশের কার্যালয়ে এ ধরনের অভিযোগ প্রতিদিন আসে। অভিযোগ যাচাই–বাছাই ও অনুসন্ধান করে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।




