চকরিয়ায় ২০ হাজার ইয়াবাসহ কারবারি গ্রেফতার : গাড়ি জব্দ

কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের অভিযানে যাত্রীবেশে পাচারকালে অর্ধ কোটি টাকা মুল্যের ২০ হাজার পিস্ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকাজে জড়িত এক মাদক কারবারিকে গ্রেফতার এবং পাচারকাজে ব্যবহৃত একটি নোহা গাড়ি ও ভিভো মোবাইল সেট জব্দ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে চকরিয়া সার্কেল এএসপি অভিজিৎ দাশের তত্বাবধানে চকরিয়া থানার ওসি মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজার চট্টগ্রাম-মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড রিংভং ছিড়াপাহাড়স্থ মসজিদের সামনে সড়ক থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারি হলেন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সলিমপুর এলাকার সফি হাওলাদারের ছেলে মোঃ জসিম হাওলাদার (৩৯)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার ভোররাতে মায়ানমারের সীমান্ত উপজেলা নাইক্ষ্যংছড়ি দিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে একটি ইয়াবার চালান চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলো পাচারকারী চক্র। গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) এএসপি অভিজিৎ দাশের তত্বাবধানে আমি নিজে এবং থানার এসআই নাছির আহাম্মদ সঙ্গীয় ফোর্স সহ পুলিশ  সদস্যরা দুইভাগে বিভক্ত হয়ে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিই। এরইমধ্যে একটি নোহা গাড়ি যোগে ইয়াবার চালানটি নিয়ে পাচারকারী চকরিয়ায় ঢুকে পড়ে এবং পুলিশী তল্লাশি স্থানে পৌঁছালে আমরা গাড়িটি থামিয়ে তল্লাশি করে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ২০ হাজার ইয়াবা বড়ি, একটি ভিভো মোবাইল সেট, নোহা গাড়ি উদ্ধার এবং মাদক কারবারিকে গ্রেফতার করি।

ওসি তৌহিদুল আনোয়ার বলেন, বৃহস্পতির দুপুরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায়  মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। একইদিন বিকালে তাদেরকে চকরিয়া উপজেলা সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির  করা হলে বিজ্ঞ আদালত গ্রেফতারকৃত মাদক কারবারিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

0Shares