
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরীনদীতে গোসলে নেমে তলিয়ে যাওয়ার পৃথক ঘটনায় দু শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।
বুধবার (০৯ এপ্রিল) সকালে পৌরসভার জালিয়া পাড়া এলাকা থেকে ডুবুরির দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ হওয়ার ২০ঘণ্টা পর মো: কাইয়ুম (৪০) নামের এক যুবককে উদ্ধার করে। ওই যুবককে গত ৮ এপ্রিল বিকেলে স্থানীয় লোকজন গোসল করতে নামতে দেখে, আসতে না দেখায় সন্দেহ ভাবে খুঁজে। পরে ডুবুরির সহায়তায় উদ্ধার করা হয়।
নিহত মো: কাইয়ুম (৪০) চকরিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের মাষ্টার পাড়া মগবাজার এলাকার নুর সুবাহানের ছেলে।
একই দিন বিকাল ৩ টায় উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা ৮ নং ওয়ার্ডের মাসুম (৫) ও তাবাসসুম (৪) নামের দু শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত মোহাম্মদ মাসুম (৫) উপজেলার কাকারা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সিএনজি চালক রাসেদের ছেলে ও তাবাসসুম প্রাবাসী ছাবের আহমদের মেয়ে।
তারা নদীতে গোসলের সময় চোরা বালিগর্তে পড়ে নিখোঁজ হয়। ঘন্টা ব্যাপী তল্লাশির পর শিশু দুটির মরদেহ উদ্ধার করে সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।
স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো: শফিকুল ইসলাম বলেন, মাতামুহুরী নদী থেকে এক যুবক ও দু শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।