
কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিপণনের দায়ে একটি বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব এর নেতৃত্বে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চকরিয়া পৌরসভার মগবাজার এলাকায় আর রহমান নামক বেকারিতে এ অভিযান পরিচালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন চকরিয়া থানা পুলিশের একটি টিম, চকরিয়া পৌরসভার স্যানেটারি পরিদর্শক এবং আদালতের পেশকার।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুপায়ন দেব অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, খাবার তৈরি ও বিপণন তদারকিতে নিয়োজিত সংশ্লিষ্ট কতৃপক্ষের অভিযোগের আলোকে সোমবার সকালে চকরিয়া পৌরসভার মগবাজার এলাকার একটি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় দেখা গেছে, ওই বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে। আবার এসব খাবার শোরুমে তুলে বিক্রি করছে।
তিনি বলেন, অভিযানে ওই বেকারিতে অসঙ্গতি পেয়েছে আদালত। এরই প্রেক্ষিতে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় আর রহমান নামক ওই বেকারীকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
বিপজ্জনক খাবার গ্রহন থেকে ভোক্তা সাধারণকে সুরক্ষা নিশ্চিত কল্পে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব।