
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সংরক্ষণের দায়ে মেসার্স চৈতী ট্রেডার্সের মালিক লিটন কুমার সাহাকে ৪০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বের) দুপুরে উপজেলার ক্যান্টনমেন্ট মোড় শাহপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান। এ সময় সেনেটারি ইন্সপেক্টরের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় দন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, চৈতী ট্রেডার্সের গুদামে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ খাদ্য মজুত রাখা ছিল। পাশাপাশি খাদ্য সামগ্রীর সঙ্গে দাহ্য পদার্থও রাখা হয়, যা মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫৩ ধারায় অর্থদন্ড প্রদান করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বলেন, “নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভোক্তাদের স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে কোনো ব্যবসায়ীক কার্যক্রম সহ্য করা হবে না।”