ঘাটাইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বাংলা নববর্ষ উপলক্ষে আবহমান লোক সংস্কৃতির ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকালে উপজেলার দেওপাড়া ইউনিয়নে কালিকাপুর যুব সমাজের উদ্যোগে কালিকাপুর চেকপোস্ট ময়দানে এ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সাবেক ইউপি সদস্য আবুল কাশেম এর সভাপতিত্বে ও দেওপাড়া গণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন এস মুন্সী ওভারসিস ও এমজে ওভারসিস এর ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান বিন সিদ্দিক।

উদ্ধোধক ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কোহিনুর ইসলাম এবং প্রধান উদ্যোক্তা ইউপি সদস্য ইব্রাহিম মিয়া, মোঃ তাহের, সাইফুল ইসলাম।

সার্বিক সহযোগিতায় ছিলেন হারুন অর রশিদ, হাসিবুল ইসলাম আন্ডু, আব্দুল জলিল প্রমুখ।

প্রতিযোগিতা শেষে কদম ও দাপট বিভাগে ১৭ জনকে পুরষ্কৃত করা হয়।

0Shares