
গাইবান্ধার পলাশবাড়ীতে ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরাইলী গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৮ এপ্রিল) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পলাশবাড়ী পৌর ও উপজেলা শাখার আয়োজনে কলেজ, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ডে অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল র্যালী পলাশবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহিলা কলেজ প্রাঙ্গণে মিলিত হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সোহেল রশীদ হৃদয়, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাওন সরকার, সদস্যসচিব আকাশ কবীর পায়েল, কলেজ ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহজাহান সরকার, সদস্যসচিব মাজেদুর রহমান, পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজ সভাপতি আশামনি আক্তার, সাধারন সম্পাদক রুপা আক্তার, বাসুদেব কলেজের সিনিয়র সভাপতি তানিয়া আক্তার, সাধারণ সম্পাদক নাদীয়া আক্তার প্রমূখ।
সমাবেশে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সাগর সরকার মিনু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মমিন মন্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম রেজা, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হযরত আলী স্বপন, উপজেলা জাসাস এর যুগ্ম আহ্বায়ক জমশেদ রানা, পৌর জাসাস এর সদস্যসচিব ফরহাদ মন্ডল উপস্থিত ছিলেন।
বক্তাগণ বাংলাদেশে ইসরায়েলী পন্য আমদানি বন্ধের জন্য প্রধান উপদেষ্টার কাছে জোর দাবী জানান।