
গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. ছাবিউল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ এবং গাড়িতে অবৈধভাবে বিপুল পরিমাণ টাকা বহনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব মো. নিজাম উদ্দিনের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
গত ১৩ মার্চ রাতে নাটোর-বগুড়া মহাসড়কে যৌথবাহিনীর সদস্যরা একটি ব্যক্তিগত গাড়ি থামিয়ে তল্লাশি চালান। গাড়ির পেছনের ডালা থেকে ৩৬ লাখ ৯৪ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। গাড়িতে থাকা ব্যক্তি নিজেকে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলাম বলে পরিচয় দেন। পরে তাকে ও গাড়ির চালককে সিংড়া থানায় নিয়ে যাওয়া হয়।
ছাবিউল ইসলাম দাবি করেন, টাকাগুলো তার জমি বিক্রির অর্থ। তবে তিনি এ দাবির সমর্থনে কোনো প্রমাণ দিতে ব্যর্থ হন। এ অবস্থায় পুলিশ টাকা ও গাড়ি জব্দ করে এবং আদালতের নির্দেশে টাকাটি রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়।
এ ঘটনায় ছাবিউল ইসলামের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুসারে অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ এনে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এদিকে, বরখাস্তের বিষয়ে জানতে মঙ্গলবার রাতে ছাবিউল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।