গাইবান্ধায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ফেসবুকে পরিচয়ের পর বিয়ের প্রলোভন দেখিয়ে নৌকায় নিয়ে গিয়ে ১৯ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সাদিকুল ইসলাম কনক নামের অভিযুক্ত ওই  যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০৭ এপ্রিল) দুপুরে বালাসীঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী তরুণী জানান, সাদিকুল ইসলাম কনকের সাথে ফেসবুকে পরিচয় হওয়ার পর বিয়ের প্রস্তাব দেয়। পরে তাকে নৌকা ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে নদীর নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার পর তরুণীকে ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে দেয় অভিযুক্ত।

ঘটনার পরদিন মঙ্গলবার  (০৮ এপ্রিল) দুপুরে ভুক্তভোগী ওই তরুণী ফুলছড়ি থানায় লিখিত অভিযোগ দাখিল করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ওই দিন বিকেলে সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট এলাকা থেকে অভিযুক্ত কনককে গ্রেফতার করে।

জানা গেছে, কনক স্থানীয় নেসকো কোম্পানিতে চাকরি করেন।

ফুলছড়ি থানার উপ-পরিদর্শক আয়নাল হক জানান, অভিযুক্তকে আদালতে হাজির করা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে সমাজকর্মীরা অপরিচিত ব্যক্তির সাথে সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। একই সাথে নারী নিরাপত্তা জোরদারে স্থানীয় প্রশাসন ও পুলিশের কঠোর নজরদারির দাবি জানিয়েছে স্থানীয়রা।

পুলিশ জানিয়েছে, দ্রুততম সময়ে তদন্ত শেষ করে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে।

0Shares