কুলিয়ারচরে হাজী রফিকের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মরহুম হাজী মো. রফিকুল ইসলাম এর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮জুলাই) বাদ আছর পৌর এলাকার জামিয়া ছিদ্দিকীয়া বেতিয়ারকান্দি মাদ্রাসায় মরহুমের পরিবারের আয়োজনে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম সিআইপি।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাত হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ মিয়া, হায়দার এ আলম, উপজেলা যুবদলের আহবায়ক আজহার উদ্দিন লিটন, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন নান্টু ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিব মিয়া প্রমুখ।

মরহুমের কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, কুলিয়ারচর পৌর বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রফিকুল ইসলাম গত ৩ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। দীর্ঘদিন যাবত তিনি শরীরের নানান জটিলতা নিয়ে চিকিৎসা চালিয়ে আসছিলেন।

0Shares