কুলিয়ারচরে বেগম খালেদা জিয়া’র জন্মদিন পালিত

বেগম খালেদা জিয়া’র ৮০তম জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে পৌর বিএনপি’র সহ-সভাপতি রেজাউল করিম আঙুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম। এসময় উপজেলা এবং পৌর বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও উপজেলার ৬টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আলাদাভাবে একই আয়োজন করা হয়। এসব আয়োজনে সংশ্লিষ্ট ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সম্পাদকরা যথাক্রমে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন। প্রতিটি অনুষ্ঠানে স্ব-স্ব ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

এদিকে ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুলিয়ারচরে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনগুলোকে কোনো অনুষ্ঠান পালন করতে দেখা যায়নি।

বিএনপি’র নেতৃবৃন্দ জানান, নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যেকোনো অপতৎপরতা ঠেকাতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো সার্বক্ষণিক সজাগ ছিল।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হাসান নাজিম ও ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান খান গত ১৪ আগস্ট বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে উপজেলা ছাত্রদলের আওতাধীন সকল নেতৃবৃন্দকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন। যাতে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে।

0Shares