কিশোরগঞ্জে অবহেলায় প্রসূতির মৃত্যু : চিকিৎসকের বিচার দাবি

নীলফামারীর কিশোরগঞ্জে সন্তান প্রসব করাতে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে লিমা আক্তার (২২) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। বর্তমানে নবজাতকের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু বিভাগের আইসিইউতে ভর্তি রয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) সকালে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোড় এলাকায় মা ও শিশু ক্লিনিক এন্ড  ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনাটি ঘটে। প্রসূতির স্বাভাবিক সন্তান প্রসব করায় ওই ক্লিনিকের চিকিৎসক ও পুটিমারি ইউনিয়ন কালিকাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছাঃ হাবিবা বিনতে ইসলাম।

লিমা বেগমের বাবা নগেন আলী বলেন আমার মেয়ে লিমা বেগমের প্রসব ব্যথা উঠলে তাকে মা ও শিশু ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে নিই। সেখানে দায়িত্বরত চিকিৎসক মোছাঃ হাবিবা বিনতে ইসলাম কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই প্রসূতিকে নিয়ে যায় ডেলিভারি রুমে। কিছুক্ষণ পরে একটি ইনজেকশন দিলে পুত্র সন্তানের জন্ম দেন লিমা বেগম। তবে সন্তান প্রসব হওয়ার পরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে তা বন্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। পরে প্রসূতিকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বললে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। আমি চিকিৎসক মোছাঃ হাবিবা বিনতে ইসলামের বিচার চাই।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্লিনিক থেকে সরে পড়েন চিকিৎসক মোছাঃ হাবিবা বিনতে ইসলাম।

স্থানীয়রা জানান, মা ও শিশু ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এর আগেও ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ রয়েছে।

এবিষয়ে মোছা: হাবিবা বিনতে ইসলাম বলেন, গতকাল সকালে দিকে যে রোগীকে নিয়ে আসা হয়েছিল তার প্রসব ব্যথা ছিল। এজন্য তাকে কোন পরীক্ষা নিরীক্ষা করিনি। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ সময় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলি। যাওয়ার পথে তার মৃত্যু হয়। তবে আমি চেষ্টার কোনো ত্রুটি করিনি।

কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নীল রতন দেব বলেন, মা ও শিশু ক্লিনিক এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে প্রসব করানোর কোনো সুযোগ নেই। এছাড়া কেউ অনুমতি ছাড়া নিজ বাড়িতে ব্যবসায়িকভাবে প্রসূতিদের সন্তান প্রসবের কাজ করতে পারবে না। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। আশা করি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

0Shares