
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজন জুয়ারিকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। অভিযানের সময় আসামিদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ১ হাজার ৬৪০ টাকা উদ্ধার করা হয়।
রবিবার (২০ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ফুলদি গ্রামের জনৈক ছাদেক খানের আম বাগানে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি উত্তরপাড়ার মৃত আফসার উদ্দিন শেখের ছেলে মো. আব্দুল শেখ (৪১), মৃত সিরাজ উদ্দিনের ছেলে মো. গফুর শেখ (৬০), মুক্তারপুর ইউনিয়নেরপোটান গ্রামের কফিল উদ্দিনের ছেলে মো. আমির হোসেন (৪৫) এবং কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে সানোয়ার আল সানি ইফতি (২৫)।
সোমবার (২১ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের সেই মামলায় গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।