কক্সবাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছিনিয়ে নিল বিএনপি নেতা

কক্সবাজার শহরে গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নানকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে সাবেক পৌর কাউন্সিলর এক বিএনপি নেতা ও তার অনুসারীরা।

রবিবার (২৩ ফেব্রুয়ারী) বিকেলে কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কবিতা চত্বর সড়কে এ ঘটনা ঘটেছে।

পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি আব্দুল মান্নান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য (বহিষ্কৃত) আক্তার কামালের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশের একটি দল স্বেচ্ছাসেববক লীগ নেতা আব্দুল মান্নানকে সমুদ্রসৈকতের কবিতা চত্বর থেকে গ্রেফতার করে সড়কে নিয়ে এলে পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক (পূর্ব শাখা) নূর উদ্দিন, মোহাম্মদ গুরা মিয়া ও কামাল বহাদ্দারসহ ২০-৩০ জন পুলিশকে ঘিরে ধরে আব্দুল মান্নানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বাগ্‌বিতণ্ডা হয়।

পরে সেখানে আকতার কামাল এসে পুলিশকে ধাক্কা দিয়ে ছোট ভাই আব্দুল মান্নানকে ছিনিয়ে নেন।

তবে, অভিযোগ অস্বীকার করে আকতার কামাল বলেন, আমার ভাইকে পুলিশ সন্দেহের বশে রাস্তায় দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করছিল। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে জড়ো হয়। এর বাইরে আর কিছু ঘটেনি।

১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর উদ্দিন বলেন, ‘আমি অসুস্থ। এসবের কিছুই জানি না।’

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান বলেন, অভিযানে পুলিশের সদস্যসংখ্যা কম থাকায় ব্যারিকেড না দিয়ে পুলিশ ফিরে আসে।

0Shares