
কক্সবাজারের রামুতে মাদক সেবন করতে টাকা না দেওয়ার জেরে ফাতেমা বেগম নামের তিন বছর বয়সী এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শিশুটির চাচা নুরুল হাকিমের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির চাচা নুরুল হাকিমকে (২৫) আটক করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ফাতেমা বেগম ওই এলাকার নুরুল আজিমের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত চাচা নুরুল হাকিমকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা বলেন, শিশুটির চাচা নুরুল হাকিম নিয়মিত মাদক সেবন করতেন। বুধবার সন্ধ্যায় মাদকের টাকার জন্য শিশুটির মায়ের সঙ্গে তর্কে জড়ান তিনি। একপর্যায়ে তিনি শিশুটির মাকে দা দিয়ে কোপানোর জন্য তেড়ে যান। শিশুটির মা দৌড়ে পালিয়ে যান। পরে বাড়িতে থাকা শিশুটির মাথায় দা দিয়ে কোপ দেন চাচা নুরুল হাকিম। প্রতিবেশীরা আহত শিশুটি ফাতেমা বেগমকে উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় অভিযুক্ত চাচা নুরুল হাকিমকে আটক করেছে রামু থানা পুলিশ।
রামু থানার পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ বলেন, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। রাতেই অভিযুক্ত চাচাকে আটক করা হয়েছে।