
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহত হয়েছেন।নিহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে।
তারা হলেন- অটোরিকশার চালক শাহাব উদ্দিন ও যাত্রী মর্জিনা। নিহত ৫ জনের মধ্যে একজন শিশু বলে জানা গেছে।
শনিবার (০২ আগস্ট) দুপুর ২টায় রশিদনগর পানিরছড়া-ভারুয়াখালী এলাকার রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় ক্রসিং দিয়ে রেলপথ পার হচ্ছিল একটি যাত্রীবাহী অটোরিকশা। কিন্তু ততক্ষণে ট্রেনটি অটোরিকশাটির উপর উঠে পড়ে। তারপর যাত্রীসহ অটোরিকশাটিকে প্রায় ১ কিলোমিটার নিয়ে যায়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যাত্রীরা পিষ্ট হয়ে যায়। এতে তাদের শরীরের অংশ ছিঁড়ে ছিন্নভিন্ন হয়ে রেললাইনের ছড়িয়ে পড়ে।
রামু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনের ধাক্কায় চার থেকে পাঁচজন মারা যেতে পারে। যেহেতু মরদেহগুলো ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে সে কারণে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না চারজন নাকি পাঁচজন মারা গেছেন।