উল্লাপাড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শুভসংঘ বসুন্ধরা গ্রুপের উদ্যোগে নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে তিনমাস ব্যাপী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের বিনামূল্যে দেয়া হবে সেলাই মেশিন।

শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ১০টায় উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজের অর্থনীতি বিভাগের হলরুমে সেলাই প্রশিক্ষণ কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

অনুষ্ঠানে বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার উপদেষ্টা সাংবাদিক আতাউর রহমান রাজুর সভাপতিত্বে ও বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুমন আনসারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ মহিলা কলেজের সহকারী অধ্যাপিকা রাশেদা সুলতানা রোজী।

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী অধ্যাপক ডা. আতিকুর রহমান আতিক ও সাংবাদিক হাফিজুর রহমান বাবলু।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ আনসারি।

এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ উল্লাপাড়া উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হাসান আলিফ, অর্থ সম্পাদক সজল আহমেদ, সাহিত্য সম্পাদক আব্দুল খালেক সোহেলসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

স্বাগত বক্তব‌্যে সংগঠনের উপদেষ্টা ও কালের কণ্ঠের উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান রাজু বলেন, তিন মাসব্যাপী এই প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণার্থীকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে রাশেদা সুলতানা রোজী বলেন, ‘শুভ কাজে সবার পাশে’- এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ যে উদ্যোগ নিয়েছে, নিঃসন্দেহে প্রশংসনীয়। নারীদের অবশ্যই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে। নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী না হওয়ায় অনেক সময় নির্যাতনের শিকার হন।

প্রশিক্ষণার্থী মোহনা খাতুন বলেন, আমি নবম শ্রেণির ছাত্রী। আর্থিক অসচ্ছলতার কারণে অনেক সুযোগ থেকে বঞ্চিত ছিলাম। এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের মতো শিক্ষার্থীরা নতুন করে স্বপ্ন দেখার সাহস পাচ্ছে।

আরেক প্রশিক্ষণার্থী রুনা খাতুন বলেন, এই প্রশিক্ষণ মনোযোগ দিয়ে শেষ করে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়াতে চাই। এই মানবিক উদ্যোগ যেন নিয়মিতভাবে চালু থাকে- এটাই আমার প্রত্যাশা।

সাধারণ সম্পাদক সুমন আনসারী বলেন, নারীরা আজ সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। গ্রামাঞ্চলের পিছিয়ে পড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে সেলাই প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

0Shares