বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদীর জানাজায় প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্যে সুনির্দিষ্ট করে বিচারের ব্যাপারে কিছু না বলায় হতাশ হয়েছে জাতি।
রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, হাদিকে গুলির ঘটনা বিচ্ছিন্ন নয়, প্যাকেজ প্রোগ্রাম। সামনে হয়তো এ ধরনের পরিকল্পনা আরও থাকতে পারে। জুলাই যোদ্ধাদের জীবনের নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কায় আছি। সরকারকে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
জামায়াতের সেক্রেটারি প্রশ্ন রেখে বলেন, ওসমান হাদীকে গুলি করার ৬ ঘণ্টা পরে কেন সীমান্ত সিলগালা করা হয়েছে? গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট ও আধিপত্যবাদের দোসররা লুকিয়ে থেকে খুনিকে পালানোর সুযোগ করে দিয়েছে। এসব দোসরদের খুঁজে বের করতে হবে।