গাইবান্ধার সুন্দরগঞ্জে এক মাদরাসা শিক্ষককে জোরপূর্বক অপহরণ করে টাকা দাবি ও নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে একই এলাকার একটি পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে। তারা দীর্ঘদিন ধরে শিক্ষকের কাছ থেকে বিপুল অর্থ চাঁদা দাবি করে আসছিলেন।
জানা যায়, গত ২৫ আগস্ট বিকেল সোয়া ৪টার দিকে দক্ষিণ শ্রীপুর সিরাজিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল কাদেরকে মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে অপহরণ করা হয়। অপহরণকারীরা তাকে তাদের বাড়িতে নিয়ে গিয়ে আটকে রাখে এবং শারীরিকভাবে নির্যাতন শুরু করে।
ধারালো অস্ত্রের মুখে তাকে হত্যার হুমকি দিয়ে তার কাছ থেকে জোরপূর্বক দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। এর পাশাপাশি তাকে একাধিক ইস্তফাপত্র ও তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। সারা রাত তাকে আটকে রেখে গুম করার পরিকল্পনাও করা হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগীর স্বজনরা এবং স্থানীয় লোকজন তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালালেও তারা সফল হননি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরদিন ২৬ আগস্ট সকালে, কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় শিক্ষক আব্দুল কাদেরকে উদ্ধার করতে সক্ষম হন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ ঘটনাটি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের বিষয়টি তদন্ত চলছে এবং তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।