চট্টগ্রামের সীতাকুণ্ডে দক্ষিণ ইদিলপুর ৮নং ওয়ার্ডে বিশাল ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (১২ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভার দক্ষিণ ইদিলপুর ৮নং ওয়ার্ডের সভাপতি ডাঃ মোঃ শাহাবুদ্দীনের সভাপতিত্বে বায়তুল জান্নাত জামে মসজিদে ইফতার মাহফিলের প্রধান আলোচক ছিলেন, সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাঙ্গীর।
বিশেষ মেহমান ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মুহাম্মদ তাহের, উপজেলা জামায়াতের সাবেক আমীর, বিশিষ্ট সমাজ সেবক ও ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এ্যাড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী, যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, মাওলানা আবুল হোসাইন, ৮নং ওয়ার্ডের সেক্রেটারী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আনোয়ার হোসেন সুমন, মোঃ কাইয়ুম প্রমূখ।
প্রধান আলোচক মুহাদ্দিস সেলিম জাহাঙ্গীর বলেন, জামায়াতে ইসলামী বিগত ফ্যাসিবাদের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে ওপেন কোন প্রোগ্রাম করতে পারেনি। কিন্তু আজ বায়তুল জান্নাত জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিলের মাধ্যমে অত্র এলাকার জনগণকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ করার প্রয়াস সত্যিই প্রশংসনীয়। ১৯৪১ সালে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা হয় এই দেশে ন্যায় ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্র কায়েম করতে। কিন্তু জনগণ যাতে জামায়াতে ইসলামীর পতাকাতলে আসতে না পারে সেই জন্য প্রতিষ্ঠার পর থেকেই বাধা দিয়ে এসেছে বাতিল গোষ্ঠী, একের পর মনগড়া মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে তারা। পতিত ফ্যাসিবাদী সরকার জামায়াতের নেতাকর্মীকে অন্যায় ভাবে হত্যা, গুম-খুন ও নির্যাতন করেও জামায়াতের অগ্রযাত্রা বন্ধ করতে পারেনি। দিনদিন জামায়াতের প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষ।