চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভার কাউন্সিলর ও সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভীর ব্যক্তিগত সহকারী মো. রাসেল উদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ জুলাই) রাত ১২টার দিকে কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি ছিলেন রাসেল উদ্দীন। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে আজ রবিবার সকালে আদালতে পাঠানোর প্রক্রিয়া শুরু করে পুলিশ।
উল্লেখ্য, সাতকানিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর এবং দীর্ঘদিন ধরে সাবেক এমপি নদভীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত রাসেল উদ্দীনের বিরুদ্ধে রাজনৈতিক ছত্রচ্ছায়ায় সরকারী-বেসরকারী বিভিন্ন অফিসে প্রভাব খাটানো, মামলা বাণিজ্য, দখলসহ নানা অভিযোগ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।