দৈনিক সমকাল পত্রিকার ৬ মার্চ ২০২৫ সংখ্যার শেষ পৃষ্ঠায় প্রকাশিত "সাতকানিয়ায় জামায়াতের ত্যাগী কর্মীরা চাঁদাবাজিতে" শিরোনামের সংবাদটির প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতকানিয়া উপজেলার আমীর মাওলানা কামাল উদ্দীন ও সেক্রেটারী মুহাম্মদ তারেক হোছাঈন।
বৃহস্পতিবার (০৬ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, প্রকাশিত এই সংবাদে জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে সব তথ্য উপাত্ত পরিবেশন করা হয়েছে তা সসম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, কল্পনা প্রসূত ও উদ্দেশ্য প্রণোদিত। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামীর ত্যাগী নেতা-কর্মী দুরে থাক, সাধারণ কর্মীরাও চাঁদাবাজি, টেন্ডারবাজি, বালুর মহাল দখল-বেদখল ইত্যাদি অপরাধের সাথে জড়িত নয়। আমরা দৃঢ়তার সাথে বলতে চাই, দখলবাজি, টেন্ডারবাজি ও চাঁদাবাজির মত জঘন্য অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে জামায়াত কঠোর অবস্থানে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
আমরা জামায়াতে ইসলামীকে জড়িয়ে এহেন সংবাদ প্রচার বা প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সংবাদকর্মীকে এলাকায় খোঁজখবর নিয়ে প্রকৃত সত্য প্রকাশের অনুরোধ জানাচ্ছি।
প্রকৃত সত্য হচ্ছে, পতিত ফ্যাসিবাদের দোসররা জামায়াতে ইসলামীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছে, এহেন অপপ্রচার আর মিথ্যা তথ্য পরিবেশনে লিপ্ত রয়েছে। সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা ঘোলা পানিতে মাছ শিকার করে জামায়াতের প্রকৃত নেতাকর্মীর কাজ-কর্মকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে।