চট্টগ্রামের সাতকানিয়ায় ১১ কেজি গাঁজাসহ মো. আনোয়ার (২৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতারকরেছে পুলিশ। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
শনিবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাঞ্চনা ইউনিয়নের ধুপী পাড়ার টেক থেকে এসব গাঁজাগুলো উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত গাঁজা কারবারি মো. আনোয়ার উপজেলার ঢেমশা ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের রাজার বাড়ি এলাকার নজির আহাম্মদের ছেলে।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে কাঞ্চনা এলাকায় একটি সিএনজি অটোরিকসা তল্লাশির জন্য থামানো হয়। এসময় একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১১ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।